\'Bahubali\'-র মতো আচরণ, কেন্দ্রকে তোপ অধীরের
2021-11-30
4
রাজ্যসভা থেকে বিরোধীদের ১২ জন সাংসদকে যেভাবে বরখাস্ত করা হয়েছে, তা গণতন্ত্রে \'বিপদজনক\' বলে অভিযোগ করেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বর্তমান সরকার এই পদ্ধতিতে যে কোনও বিষয়ে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে বলেও দাবি করেন অধীর।